যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপোৎপাদী বিক্রিয়া বলে। সাধারণভাবে সকল দহন বিক্রিয়া তাপোৎপাদী। যেমন, কাঠকে বাতাসে দহন করলে তাপ উৎপন্ন হয়। এখানে কাঠের দহন একটি তাপোৎপাদী বিক্রিয়া।
তাপোৎপাদী বিক্রিয়ার বৈশিষ্ট্য
- তাপোৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়।
- Δ H এর মান ঋণাত্মক হয়।
- পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়।