VOIP কি? VOIP এর সুবিধা কি কি?

Shimul Hossain
0

VOIP হচ্ছে Voice Over Internet Protocol। VOIP মূলত এক প্রকার টেলিফোন সংযোগ যা ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়। ডেটা প্রেরণের জন্য ইন্টারনেট প্রটোকল ব্যবহার হয়। ইয়াহু, গুগলটক, স্কাইপি ইচ্ছে VOIP-এর উদাহরণ।


VOIP এর সুবিধা
  • বিশ্বের যে কোন জায়গায় নিমিষেই কথা বলা যায়।
  • দেশ হােক কিংবা বিদেশ, সব জায়গাতেই সমান ডাটা খরচ হয়।
  • অনেক জন এক সাথে কনফারেন্সে কথা বলা যায়।
  • বেলেন্স শেষ হওয়ার চিন্তা করতে হয় না।
  • নির্দিষ্ট কোন মােবাইল নম্বরের প্রয়ােজন হয় না।

Post a Comment

0Comments
Post a Comment (0)