অনবায়নযোগ্য শক্তি কাকে বলে? অনবায়নযোগ্য শক্তির উদাহরণ ও সীমাবদ্ধতা।

Shimul Hossain
0

যে শক্তি একবার ব্যবহার করা হলে তা থেকে পুনরায় শক্তি উৎপন্ন করা যায় না তাকে অনবায়নযোগ্য শক্তি বলে। অনবায়নযোগ্য শক্তির মধ্যে অন্যতম হলো কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, নিউক্লিয় শক্তি, যেমন ইউরেনিয়াম ইত্যাদি।


অনবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা

অনবায়নযোগ্য শক্তির সীমাবদ্ধতা হলো–

  • এটি অনবায়নযোগ্য ও দ্রুত ফুরিয়ে যায়; এরা মূলত নিঃশেষ হয়ে যায়।
  • পরিবেশকে বেশ উচ্চমাত্রয় দূষিত করে।
  • এদের, দহনে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়ায়, ফলে গ্লোবাল ওয়ার্মিং তৈরি করে।

Post a Comment

0Comments
Post a Comment (0)