নাযিরা তিলাওয়াত কী? আকাইদ বলতে কী বোঝায়?

Shimul Hossain
0

কুরআন মজিদ দেখে দেখে তিলাওয়াত করাই হলো নাযিরা তিলাওয়াত।


আকাইদ বলতে কী বোঝায়?

ইসলামের প্রধান ভিত্তি হলো আকাইদ।

আকাইদ শব্দটি বহুবচন। একবচনে ‘আকিদা’ যার অর্থ বিশ্বাস। ইসলাম ধর্মের অনুসারী হওয়ার জন্য সর্বপ্রথম কতিপয় মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। যেমন আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরেশতা, আখিরাত ইত্যাদির ওপর বিশ্বাস স্থাপন করা। ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর ওপর বিশ্বাসই আকাইদ।

Post a Comment

0Comments
Post a Comment (0)