বায়তুল হিকমা কি? রিসালাত বলতে কী বোঝায়?

Shimul Hossain
0

বায়তুল হিকমা হলো আব্বাসি আমলে ইরাকের বাগদাদে খলিফা আল মামুন প্রতিষ্ঠিত একটি গ্রন্থাগার, অনুবাদ কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান।


রিসালাত বলতে কী বোঝায়?

রিসালাত বলতে মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে বোঝায়।

রিসালাত শব্দের অর্থ হলো— চিঠি পৌঁছানো, সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে বহু নবি-রাসুল পাঠিয়েছেন। তারা আল্লাহর নির্দেশে মানুষকে আল্লাহর পথে ডেকেছেন, ইহ ও পরকালীন শান্তি ও মুক্তির দিকনির্দেশনা দিয়েছেন। তাদের এই আগমন ও কাজই হলো রিসালাত।

Post a Comment

0Comments
Post a Comment (0)