গ্লাইকোলাইসিস (Glycolysis) কাকে বলে? পরিস্রুত তরল বলতে কী বুঝায়?

Shimul Hossain
0

যে প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস (Glycolysis) বলে।

গ্লাইকোলাইসিসকে EMP পাথওয়ে বা সাইটোপ্লাজমিক শ্বসনও বলা হয়। এ প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না, তাই গ্লাইকোলাইসিস সবাত ও অবাত উভয় শ্বসনেরই প্রথম ধাপ।


পরিস্রুত তরল (Glomerslar Filtrate) বলতে কী বুঝায়?

নেফ্রনের অন্যতম একটি অংশ হলো রেনাল করপাসল বা মালপিজিয়ান অঙ্গ। এখানে গ্লোমেরুলাস নামক যে অংশটি রেনাল ক্যাপসুল দিয়ে আবৃত থাকে তা মূলত: একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি হয়। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য আলাদা করে তা পরিস্রুত তরল বা Glomerslar Filtrate নামে পরিচিত। মূলত এই পরিস্রুত তরল থেকেই মূত্র তৈরি হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)