অ্যালগরিদম কাকে বলে? অ্যালগরিদম লেখার সুবিধাসমূহ কী কী?

Shimul Hossain
0
যে পদ্ধতিতে ধাপে ধাপে অগ্রসর হয়ে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে অ্যালগরিদম বলে। কোনো সমস্যাকে কম্পিউটার প্রোগ্রামিং দ্বারা সমাধান করার পূর্বে কাগজে-কলমে সমাধান করার জন্যই অ্যালগরিদম ব্যবহার হয়।
একটি অ্যালগোরিদমকে যেকোনো ভাষায় বর্ণনা করা যেতে পারে, সে ভাষাটি হতে পারে বাংলা, ইংরেজির মত মানুষের মৌখিক ভাষা, অথবা সি++, জাভার মত প্রোগ্রামিং ভাষা এমনকি হার্ডওয়্যার ডিজাইনের মাধ্যমেও। তবে যে ভাষাতেই লেখা হোক না, সমস্যা সমাধানের প্রতিটি ধাপের বর্ণনা অ্যালগোরিদমে থাকতে হবে।

অ্যালগরিদম লেখার সুবিধা :
  1. অ্যালগরিদমের মাধ্যমে বর্ণনামূলক পদ্ধতিতে প্রোগ্রামের ধাপগুলো দেখানো হয়।
  2. ইনপুট ও আউটপুট সহজে বোঝা যায়।
  3. প্রক্রিয়াকরণের ধাপগুলো সহজবোধ্য।
  4. প্রত্যেকটি ধাপ স্পষ্ট।
  5. নির্দিষ্ট সংখ্যক ধাপে সমস্যার সমাধান করা যায়।

Post a Comment

0Comments
Post a Comment (0)