ওয়েব ডিজাইন কি? ওয়েবসাইট ডিজাইন জানতে কী প্রয়োজন?

Shimul Hossain
0
ওয়েবপেইজ বা ওয়েবসাইট নির্মাণ কৌশলকে ওয়েব ডিজাইন বলে। ওয়েব ডিজাইন হলাে বিষয় নির্ধারণ, গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব পেইজ প্রদর্শন। ওয়েবপেইজ ডিজাইনের মাধ্যমে একটি ওয়েবসাইটের জন্য বাহ্যিক কাঠামাে তৈরি যায়, যেখান থেকে ভিজিটররা সহজে প্রয়ােজনীয় তথ্য খুঁজে পেতে পারে। ওয়েব ডিজাইনের মূল কাজটি হচ্ছে ওয়েবপেইজ-এর লেআউট তৈরি করা। ওয়েব ডিজাইন বলতে মূলত ওয়েবপেইজ তৈরিতে নিয়ােজিত বিভিন্ন কার্যক্রমের সমষ্টিকেই বুঝায়। আরও সুনির্দিষ্ট করে বলা যায়, ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েবপেইজের ফ্রন্টএন্ড নির্মাণে নিবন্ধ কাজ অর্থাৎ একটি ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য নির্মাণ কৌশলই হচ্ছে ওয়েব ডিজাইন।

ওয়েবসাইট ডিজাইন জানতে কী প্রয়ােজন?
ওয়েবসাইট ডিজাইন জানতে HTML প্রয়ােজন। HTML কে মার্কআপ ল্যাংগুয়েজ বলা হয়। এটি মূলত wbepage তৈরির জন্য ব্যবহৃত প্রােগ্রামিং ল্যাংগুয়েজ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) ডকুমেন্টের বিভিন্ন ধরনের উপাদান বা উপকরণ তৈরি করা যায় এর সমন্বয়ে। ওয়েবপেজে টেক্সট, ভিডিও, গ্রাফিক্স বা অ্যানিমেশনকে সুন্দরভাবে উপস্থাপন করতে HTML ব্যবহার হয়ে থাকে। তাছাড়া সহজে ওয়েবসাইট ডিজাইন করার জন্য বর্তমানে বিভিন্ন টুলস রয়েছে। এসব ডিজাইনকৃত ওয়েবপেইজ HTML-এ কনভার্ট হয়ে থাকে।

ওয়েবপেজ ডিজাইনে HTML ব্যবহারের সুবিধা

  1. এইটিএমএল ব্যবহার করা তুলনামূলক সহজ।
  2. সব ধরনের ব্রাউজার সমর্থন করে।
  3. ওয়েবপেজের টেমপ্লেট গঠন করা যায়।
  4. উইন্ডােজের সাথে ফ্রি এডিটর থাকে। তাই আলাদা করে কোনাে সফটওয়্যার কিনতে হয় না।
  5. থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার ছাড়াই ওয়েবে ভিডিও এবং অডিও যুক্ত করা যায়।
  6. এটি ইউজার ফ্রেন্ডলি। প্রােগ্রামিং সম্পর্কে ধারণা নেই এমন ব্যবহারকারীরাও সহজে শিখতে পারে।

Post a Comment

0Comments
Post a Comment (0)