স্ট্যাটিক ওয়েবসাইট : যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ লােডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইট শুধু HTML & CSS ভাষা দিয়েই ওয়েবপেজ তৈরি করা যায়।
ডাইনামিক ওয়েবসাইট : যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েবপেইজ লােডিং বা চালু করার পর পরিবর্তন করা হয় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্যে HTML & CSS এর সাথে Script Language যেমন- PHP, ASP.net, mysql, ms-sql, js, Bootstrap ইত্যাদি Language দ্বারা তৈরী করা হয়।