দ্বিপদ নামকরণ কাকে বলে? Arthropoda পর্বের প্রাণীর বৈশিষ্ট্য লিখ।

Shimul Hossain
0
গণ এবং প্রজাতির নাম নিয়ে কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামকরণকে দ্বিপদ নামকরণ বলে।


Arthropoda পর্বের প্রাণীর বৈশিষ্ট্য লিখ।
Arthropoda পর্বের প্রাণীদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিস্তরী, খণ্ডকায়িত এবং ট্যাগমাটায় বিভক্ত। দেহে সন্ধিযুক্ত অঙ্গ বর্তমান, মস্তকে একজোড়া বা দু’জোড়া অ্যান্টেনা ও একজোড়া পুঞ্জাক্ষি থাকে। কিউটিকল নিয়ে বহিঃকঙ্কাল গঠিত, যা নির্দিষ্ট সময় পরপর পরিত্যক্ত হয়। সিলোম সংক্ষিপ্ত এবং হিমোসিলে রূপান্তরিত। সংবহনতন্ত্র উন্মুক্ত ধরনের। মালপিজিয়ান নালিকা রেচন অঙ্গ। এ ছাড়াও রয়েছে কক্সাল গ্রন্থি বা সবুজ গ্রন্থি। শ্বসন অঙ্গ হিসেবে দেহপ্রাচীর, ফুলকা, ট্রাকিয়া বা ফুসফুস কাজ করে।

Post a Comment

0Comments
Post a Comment (0)