Arthropoda পর্বের প্রাণীর বৈশিষ্ট্য লিখ।
Arthropoda পর্বের প্রাণীদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিস্তরী, খণ্ডকায়িত এবং ট্যাগমাটায় বিভক্ত। দেহে সন্ধিযুক্ত অঙ্গ বর্তমান, মস্তকে একজোড়া বা দু’জোড়া অ্যান্টেনা ও একজোড়া পুঞ্জাক্ষি থাকে। কিউটিকল নিয়ে বহিঃকঙ্কাল গঠিত, যা নির্দিষ্ট সময় পরপর পরিত্যক্ত হয়। সিলোম সংক্ষিপ্ত এবং হিমোসিলে রূপান্তরিত। সংবহনতন্ত্র উন্মুক্ত ধরনের। মালপিজিয়ান নালিকা রেচন অঙ্গ। এ ছাড়াও রয়েছে কক্সাল গ্রন্থি বা সবুজ গ্রন্থি। শ্বসন অঙ্গ হিসেবে দেহপ্রাচীর, ফুলকা, ট্রাকিয়া বা ফুসফুস কাজ করে।