ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কি?

Shimul Hossain
0
কম্পিউটারবিহীন ব্যাংক ব্যবস্থাপনায় চেকের মাধ্যমে গতানুগতিক যােগাযােগব্যবস্থায় এক একাউন্টের টাকা অন্য ব্যাংকের একাউন্টে স্থানান্তর করা হয়। এতে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক সময়ের অপচয় হয়। কিন্তু আধুনিক কম্পিউটার ব্যবস্থাপনায় টেলিফোন ও ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে দ্রুত অর্থ স্থানান্তর করা যায়। এ পদ্ধতিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বলা হয়।
ইএফটি প্রক্রিয়ায় নগদ লেনদেন হয় না, শুধু হিসেবের মধ্যে অর্থের পরিমাণের সমন্বয় সাধন ও আধুনিকায়ন করা হয়। নগদ লেনদেন নিয়ন্ত্রণের জন্য ব্যাংকে কমপিউটার নিয়ন্ত্রিত অটোমেটেড টেলার মেশিন (এটিএম) ব্যবহৃত হয়। চৌম্বক কালির রেখাবিশিষ্ট ব্যাংক কার্ড এটিএম-এ ঢুকিয়ে এর টার্মিনালে যুক্ত কী-বাের্ড থেকে পাসওয়ার্ড ও প্রয়ােজনীয় তথ্য ইনপুট করে দিন-রাত যেকোন সময়ে টাকা তোলা যায়। অনেক ব্যাংকের বিভিন্ন শাখার অটোমেটেড টেলার মেশিনগুলাে নেটওয়ার্কের মাধ্যমে কেন্দ্রীয় কমপিউটারের সাথে সংযুক্ত থাকে। ফলে একই ব্যাংকের যেকোন স্থানের যেকোন শাখায় টাকা উঠানাে যায়। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ব্যবস্থাপনায় অবৈধ অনুপ্রবেশকারীর জন্য কঠিন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ব্যাংকিং ব্যবস্থাপনায় কম্পিউটার নিয়ন্ত্রিত এ ব্যবস্থাপনার কারণে ব্যবসায়-বাণিজ্য অনেক গতিশীল হয়ে দ্রুত উন্নয়ন সম্ভব হয়েছে।

Post a Comment

0Comments
Post a Comment (0)