সুনামি অর্থ কি?
উত্তরঃ সুনামি শব্দের অর্থ বন্দরের ঢেউ।
বৈশ্বিক উষ্ণতা কী?
উত্তরঃ বৈশ্বিক উষ্ণতা হলো বিশ্বের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়া।
এসিড বৃষ্টি কি? এসিড বৃষ্টি হওয়ার কারণ কি?
উত্তরঃ এসিড বৃষ্টি (Acid rain) এক ধরনের বৃষ্টিপাত, যার প্রকৃতি অম্লীয় (ph<৭)। সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিভিন্ন কারখানা থেকে সৃষ্ট অম্লীয় অক্সাইড (SO2,NO2,CO2) সমূহ বায়ুমণ্ডলের জলীয়বাষ্প (H2O) কণা এবং অক্সিজেনের (O2) সাথে বিক্রিয়া করে অম্ল উৎপন্ন করে। এই অম্ল ঐ অঞ্চলে বা দূরবর্তী কোন স্থানে বৃষ্টির জলের সাথে ঝরে পড়ে। অম্লীয় প্রকৃতির কারণে উক্ত বৃষ্টিপাত অম্ল-বৃষ্টি তথা এসিড বৃষ্টি নামে পরিচিত।