মাইটোকন্ড্রিয়া (Mitochondria) কি? মাইটোকন্ড্রিয়ার কাজ ও গুরুত্ব।

Shimul Hossain
0

মাইটোকন্ড্রিয়া হচ্ছে সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডের মতো অঙ্গাণু। এটি সাধারণত জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হিসেবে কাজ করে।


মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব
মাইটোকন্ড্রিয়া দেহের যাবতীয় জৈবিক কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে থাকে। এটি শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কো-এনজাইম প্রভৃতি ধারণ করে এবং শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন- ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপাের্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইত্যাদি সম্পন্ন করে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে ক্রেবস চক্র ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন হলে যে ATP উৎপন্ন হয় তা কোষের বিপাকীয় কাজের শক্তি জোগায়। জীবের সকল জৈবিক কাজের জন্য শক্তি প্রয়োজন। সালোকসংশ্লেষণের সময় জীব কর্তৃক সংশ্লেষিত শক্তি শ্বসনের মাধ্যমে উন্মুক্ত এবং তা জীবের বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। মাইটোকন্ড্রিয়া ব্যতীত সবাত শ্বসন তথা শক্তি উৎপাদন সম্ভব নয় আর খুব অল্পসংখ্যক জীবই অবাত শ্বসনের মাধ্যমে বেঁচে থাকে। তাই, এ শক্তি উৎপাদন বন্ধ হলে বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যাবে। এছাড়াও মাইটোকন্ড্রিয়া শুক্রাণু ও ডিম্বাণু গঠন, স্নেহ বিপাক, DNA ও RNA সৃষ্টি ছাড়াও কোষের সংখ্যাবৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতিতে জৈবিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হবে না। ফলে কোষের বিভিন্ন জৈবিক ক্রিয়া বন্ধ হয়ে যাবে।

Post a Comment

0Comments
Post a Comment (0)