প্রতিটি উদ্ভিদকোষের কোষঝিল্লির চারদিকে অপেক্ষাকৃত শক্ত ও জড় আবরণের নাম কোষপ্রাচীর। উচু শ্রেণির উদ্ভিদের কোষপ্রাচীর প্রধানত সেলুলােজ ও পলিস্যাকারাইড দিয়ে গঠিত।
কোষপ্রাচীরের কাজ
কোষপ্রাচীরের কাজ হচ্ছে–
১। কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা।
২। বাইরের আঘাত থেকে কোষের ভেতরের সজীব বস্তুকে রক্ষা করা
৩। কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা।
৪। পানি ও খনিজ্জ লবণ শােষণ ও পরিবহনে সহায়তা করা।
৫। এক কোষকে অন্য কোষ থেকে পৃথক করে রাখা।
কোষপ্রাচীর কি? কোষপ্রাচীরের কাজ কি?
February 11, 2021
0
Tags

