অর্ধপরিবাহী কাকে বলে? অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য কি?

Shimul Hossain
0

যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা অপরিবাহী ও পরিবাহীর মাঝামাঝি সেসব পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। যেমন- জার্মেনিয়াম, সিলিকন, গেলিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থ। অর্ধপরিবাহীর আপেক্ষিক রােধ পরিবাহী এবং অন্তরকের আপেক্ষিক রােধের মাঝামাঝি। এদের আপেক্ষিক রােধ 10-4Ωm থেকে 10-2Ωm ক্রমের। কিন্তু কেবল আপেক্ষিক রােধ দিয়েই অর্ধপরিবাহী চিহ্নিত করা যায় না। কেননা এমন কিছু সংকর ধাতু আছে যাদের আপেক্ষিক রােধ জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতির ক্রমের সমান কিন্তু এগুলাে অর্ধপরিবাহী নয়। অর্ধপরিবাহীর কিছু বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলাে।

অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য

  • পরম শূন্য তাপমাত্রায় (0 K) এরা অন্তরকের মতো কাজ করে।
  • কক্ষ তাপমাত্রায় সাধারণত আপেক্ষিক রােধ 10-4Ωm - 10-2Ωm এর মধ্যে থাকে।
  • অর্ধপরিবাহীর সাথে কোনাে অপদ্রব্য যােগ করলে এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়।
  • একটি নির্দিষ্ট তাপমাত্রার পাল্লা পর্যন্ত এর রােধ তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়।
  • এদের পরিবহন ব্যান্ড ও যােজন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য 1.1eV বা এর চেয়ে কম।
  • কক্ষ তাপমাত্রায় অর্ধপরিবাহীর পরিবহন ব্যান্ড আংশিক পূর্ণ ও যােজন ব্যান্ড আংশিক খালি থাকে।

Post a Comment

0Comments
Post a Comment (0)