কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সর্বদা সমান থাকে তবে ঐ বস্তুর ত্বরণকে সমত্বরণ বা সুষমত্বরণ বলে। অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ সমত্বরণ।
কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে যদি একই দিকে প্রথম সেকেন্ডে 3 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 6 মিটার এবং তৃতীয় সেকেন্ডে 9 মিটার পথ অতিক্রম করে, তবে ঐ বস্তুটির সমত্বরণ 3 মি/সে২।
দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লিখ।
দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:
দ্রুতি
- সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে।
- দ্রুতি একটি স্কেলার রাশি।
- দ্রুতির শুধু মান আছে।
- শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়।
- স্পিডোমিটার দ্বারা দ্রুতি পরিমাপ করা হয়।
বেগ
- সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে।
- বেগ একটি ভেক্টর রাশি।
- বেগের মান ও দিক উভয়ই আছে।
- মান অথবা দিকের পরিবর্তন হলেই বেগের পরিবর্তন হয়।
- ভেলাটোমিটার দ্বারা বেগ পরিমাপ করা হয়।

