সমত্বরণ কাকে বলে? দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লিখ।

Shimul Hossain
0

কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সর্বদা সমান থাকে তবে ঐ বস্তুর ত্বরণকে সমত্বরণ বা সুষমত্বরণ বলে। অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ সমত্বরণ।
কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে যদি একই দিকে প্রথম সেকেন্ডে 3 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 6 মিটার এবং তৃতীয় সেকেন্ডে 9 মিটার পথ অতিক্রম করে, তবে ঐ বস্তুটির সমত্বরণ 3 মি/সে২।


দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লিখ।
দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:
দ্রুতি
  1. সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে।
  2. দ্রুতি একটি স্কেলার রাশি।
  3. দ্রুতির শুধু মান আছে।
  4. শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়।
  5. স্পিডোমিটার দ্বারা দ্রুতি পরিমাপ করা হয়।
বেগ
  1. সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে।
  2. বেগ একটি ভেক্টর রাশি।
  3. বেগের মান ও দিক উভয়ই আছে।
  4. মান অথবা দিকের পরিবর্তন হলেই বেগের পরিবর্তন হয়।
  5. ভেলাটোমিটার দ্বারা বেগ পরিমাপ করা হয়।

Post a Comment

0Comments
Post a Comment (0)