অষ্টম অধ্যায় : পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান ১ম পত্র (একাদশ ও দ্বাদশ শ্রেণি)

Shimul Hossain
0

পর্যাবৃত্ত গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতির উদাহরণসহ ব্যাখ্যা করো।

কোন গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে।
উদাহরণসহ ব্যাখ্যা : কোন ঘড়ির সেকেন্ডের কাঁটা তার যাত্রাপথের 3 বিন্দুটিকে 1 মিনিট পর পর অতিক্রম করে। কাজেই সেকেন্ডের কাঁটার এ গতি পর্যাবৃত্ত গতির উদাহরণ। অনুরূপভাবে বৈদ্যুতিক পাখার গতিও পর্যাবৃত্ত গতির উদাহরণ।


সেকেন্ড দোলক কাকে বলে?

যে দোলকের দোলনকাল দুই সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে।

Post a Comment

0Comments
Post a Comment (0)