সংখ্যা পদ্ধতির ভিত্তি কি?

Shimul Hossain
0

কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ বলতে ঐ সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মােট অঙ্ক বা প্রতীকসমূহের সংখ্যাকে বুঝায়। যেমন- দশমিক সংখ্যা পদ্ধতিতে ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এই দশটি চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ১০। অনুরূপভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ ২, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলাে ৮ এবং হেক্সাডেসিমাল এর বেজ ১৬। কোনাে সংখ্যা পদ্ধতির যে কোনাে সংখ্যাকে ব্র্যাকেটের মধ্যে লিখে ডান পাশে ছােট (সাবস্ক্রিপ্ট) করে সেই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি লিখতে হয়। উদাহরণ: (110110)2, (287)8, (397)10, (5AD)16

Post a Comment

0Comments
Post a Comment (0)