কার্ড রিডার কি? একটি ভালো মানের কার্ড রিডারের দাম কত?

Shimul Hossain
0

কার্ড রিডার একটি ইনপুট ডিভাইস যা কোন স্টোরেজের ডেটা রিড করার কাজে ব্যবহার করা হয়। মনে করুন আপনার একটা (SD) মেমোরি কার্ড যেটা মোবাইলে লাগানো আছে। সেটা কম্পিউটারে সরাসরি ইনপুট দেওয়া সম্ভব না। এর জন্য কার্ড রিডারে সেটা লোড দিয়ে সেটা Usb পোর্টের মাধ্যমে লোড করা হয়। তারপর সেটা লোডিং সম্পন্ন হলে সেই মেমোরির ডাটা কম্পিউটার থেকে রিড করা যায়। একাটি মোটামুটি ভাল মানের ব্যবহার উপযোগী কার্ড রিডারের দাম প্রায় ৮০ টাকা মাত্র। USB 3.0 ই পাবেন এই দামে। এছাড়াও আপনি কোয়ালিটি এবং কিছু এক্সট্রা সুবিধা অনুযায়ী আরো বেশি দামের পাবেন। যেমন মাল্টিপোর্টের, USB এর পাশাপাশি OTG সাপোর্টেড। বিভিন্ন স্পেশাল ডিজাইনের। সেসব কার্ড রিডার আপনি ১২০ থেকে শুরু করে ৫০০+ টাকার ও পাবেন। আবার নরমাল কার্ডরিডার গুলি ৩০-৪০ টাকাতেও পাওয়া যায়। যেগুলি খুব ভাল হবে না। তাই কোয়ালটি আর আপনার প্রয়োজন অনুসারে কিনতে হবে। আমার মনে হয় ৮০ টাকার টায় বেস্ট হবে আপনার জন্য।

Post a Comment

0Comments
Post a Comment (0)