নিরক্ষীয় শান্ত অঞ্চল কি? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লিখ।

Shimul Hossain
0

উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু যখন নিরক্ষরেখার নিকটবর্তী হয় তখন তা অত্যধিক তাপে উষ্ণ ও হালকা হয়ে ওপরে উঠে যায়। যার ফলে নিরক্ষীয় অঞ্চলের অনুভূমিক প্রবাহ বন্ধ হয় এবং নিরক্ষরেখার ৫° অক্ষরেখা পর্যন্ত একটি শান্ত বলয় সৃষ্টি হয়, যা নিরক্ষীয় শান্ত অঞ্চল নামে পরিচিত।


আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লিখ।

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

আবহাওয়া

  • আবহাওয়া হল কোন স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা ইত্যাদির দৈনিক অবস্থা।
  • আবহাওয়া একটি ক্ষুদ্র স্থানের সাথে সম্পর্কিত।
  • আবহাওয়া বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থা।
  • আবহাওয়া প্রতিদিন পরিবর্তিত হয়।
  • আবহাওয়া জলবায়ুর উপর নির্ভর করে না।
  • এর জন্য ব্যাপক গবেষণার প্রয়োজন হয় না।
  • আবহাওয়া হিসেবে পৃথিবীকে তেমন কোন ভাগ করা যায় না।

জলবায়ু

  • জলবায়ু হল কোন অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থা।
  • জলবায়ু বৃহৎ অঞ্চলের সাথে সম্পর্কিত।
  • জলবায়ু কোন অঞ্চলের স্থায়ী অবস্থা।
  • জলবায়ু প্রতিদিন পরিবর্তিত হয় না।
  • জলবায়ু আবহাওয়ার উপর নির্ভর করে।
  • জলবায়ু নির্ধারণের জন্য ব্যাপক গবেষণা প্রয়োজন।
  • জলবায়ু হিসেবে পৃথিবীকে কতিপয় অংশে ভাগ করা যায়।

Post a Comment

0Comments
Post a Comment (0)