যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে এবং দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে পারস্পরিক সংযোগ সাধন করে এবং তাদের কাজে সুসংবদ্ধতা আনয়ন ও শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকেই স্নায়ুতন্ত্র বলে।
সংক্ষেপে স্নায়ুতন্ত্রের কাজ
- পরিবেশের যেকোন প্রভাবকে উপলব্ধি করে প্রতিক্রিয়া ব্যক্ত করা। পরিবেশের সঙ্গে দেহের সমন্বয় রক্ষা এর প্রধান উদ্দেশ্য।
- দেহের বিভিন্ন অঙ্গ সমূহের মধ্যে সমন্বয় সাধন করে এদের সুনিয়ন্ত্রিত করা। যেমন- চলন কালে চলন অঙ্গ সমূহের সঙ্গে মাথা, ঘাড়, চক্ষু, কর্ণ প্রভৃতি অঙ্গ একই সঙ্গে সমন্বিত হয়। দেহের অ্যাসােসিয়েসন কেন্দ্র ও চেষ্টীয় অঞ্চল সমূহসমন্বিত কাজের মাধ্যমে দেহের যান্ত্রিক ও রাসায়নিক বিক্রিয়াকে সুনিয়ন্ত্রিত করে।
- ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির নিয়ন্ত্রণ এবং গ্রন্থির ক্ষরণের ন্যায় চেষ্টীয় কাজ সম্পন্ন করার জন্য বাইরের উদ্দীপনাকে গ্রহণ করা।
- স্নায়ুকোষ সমূহের উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পরিচালনা করে সংবেদী অঙ্গ সমূহ কার্যকর করে।
- বিভিন্ন তথ্যসমূহ সংরক্ষণের মাধ্যমে অতীত অভিজ্ঞতার আলােকে আচরণকে পরিবর্তিত করে।