দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের সনাক্তকারী বৈশিষ্ট্য কি কি?

Shimul Hossain
0
যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে, তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। উদাহরণ : আমগাছ, জামগাছ, কাঁঠালগাছ ইত্যাদি।

দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের সনাক্তকারী বৈশিষ্ট্যঃ
১. মূলত্বক বা এপিব্লেমায় কিউটিকল নেই।
২. মূলরােম এককোষী।
৩. অন্তঃত্বক একসারি কোষ দ্বারা গঠিত।
৪. কর্টেক্সে অধঃত্বক অনুপস্থিত।
৫. পরিচক্র একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত।
৬. ভাস্কুলার বান্ডল অরীয়, সাধারণত এর সংখ্যা ২ থেকে ৬।
৭. জাইলেম বহিঃস্থ।
৮. মজ্জা সংক্ষিপ্ত ও অস্পষ্ট বা অনুপস্থিত।

Post a Comment

0Comments
Post a Comment (0)