আণবিক সংকেত
যে সংকেতের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে প্রত্যেক পরমাণুর প্রকৃত সংখ্যা প্রকাশ পায়, তাকে আণবিক সংকেত বলে। আণবিক সংকেত যৌগস্থিত বিভিন্ন মৌলের পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা বুঝায়। যেমন– গ্লুকোজের আণবিক সংকেত হল – C₆H₁₂O₆। আণবিক সংকেত মৌল ও যৌগ উভয়ের ক্ষেত্রে হয়।
স্থূল সংকেত
কোন যৌগের অণুতে কোন কোন মৌল আছে এবং সে সব মৌলের পরমাণুসমূহের সংখ্যা কি ক্ষুদ্রতম পূর্ণসংখ্যার অনুপাতে আছে, তার সংক্ষিপ্ত প্রকাশকে ঐ যৌগের স্থূল সংকেত বলে। যেমন : কোনো যৌগের আণবিক সংকেত C₆H₆ হলে স্থূল সংকেত হবে CH।
স্থূল সংকেত কোন যৌগস্থিত বিভিন্ন মৌলের পরমাণুসমূহের সংখ্যার আপেক্ষিক অনুপাতকে বুঝায়। যেমন– গ্লুকোজের স্থূল সংকেত CH₂O। স্থূল সংকেত কেবল যৌগের ক্ষেত্রে হয়, কিন্তু মৌলের ক্ষেত্রে হয় না।