বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা, প্রজাতিগত বৈচিত্র্যতা এবং জিনগত বৈচিত্র্যতা সম্পর্কে লেখো।

Shimul Hossain
0

কোনো বাস্তুতন্ত্রে পরিবেশের ভিন্নতার কারণে প্রাণীদের মাঝে যে বৈচিত্র্য দেখা যায়, তা হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। আবার, একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসরত বিভিন্ন প্রজাতির মধ্যকার বৈচিত্র্যই হলো প্রজাতিগত বৈচিত্র্যতা। যেমন— Panthera tigris (বাঘ) ও Panthera leo (সিংহ) একই গণের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এরা ভিন্ন প্রজাতিভুক্ত। একটি নির্দিষ্ট প্রজাতির সদস্যসমূহের মধ্যে যে জেনেটিক পার্থক্য রয়েছে, তাকে জিনগত বৈচিত্র্যতা বলে। যেমন- পৃথিবীর সকল মানুষ Homo sapiens প্রজাতিভুক্ত হওয়া সত্ত্বেও কোটি কোটি মানুষের মধ্যে কোনো দুটি মানুষ হুবহু এক রকম নয়। এ বৈচিত্র্যের মূলে রয়েছে জিনগত বৈচিত্র্যতা।

Post a Comment

0Comments
Post a Comment (0)