প্রশ্ন-১। সরণ কি ধরনের রাশি?
উত্তরঃ সরণ একটি ভেক্টর রাশি।
প্রশ্ন-২। সরণের এস.আই. একক কি?
উত্তরঃ সরণের এস.আই. একক মিটার।
প্রশ্ন-৩। মধ্যবেগ কাকে বলে?
উত্তরঃ কোন একটি গতিশীল বস্তুর আদিবেগ ও শেষবেগের অভিমুখ একই হলে তাদের গড়কে উক্ত বস্তুর মধ্যবেগ বলে।
প্রশ্ন-৪। অভিকর্ষজ ত্বরণের মাত্রা লেখ।
উত্তরঃ অভিকর্ষজ ত্বরণের মাত্রা হলো, [g] = LT-2।
প্রশ্ন-৫। দ্রুতি কী ধরনের রাশি?
উত্তরঃ দ্রুতি একটি স্কেলার রাশি।
প্রশ্ন-৬। খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ কত?
উত্তরঃ খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য।
প্রশ্ন-৭। সরণ কাকে বলে?
উত্তরঃ সময়ের সাথে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।
প্রশ্ন-৮। পরম গতি কাকে বলে?
উত্তরঃ প্রসঙ্গ বস্তুটি যখন পরম স্থিতিতে থাকে তখন তার সাপেক্ষে অন্য কোনো বস্তু গতিশীল থাকলে তাকে পরম গতি বলে।
প্রশ্ন-৯। অবস্থান বলতে কি বুঝ?
উত্তরঃ একটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তু কোন দিকে কতদূরে রয়েছে সেটিই হচ্ছে ঐ বস্তুর অবস্থান। একটি বস্তু বা বিন্দুর অবস্থান নির্ণয় করতে হলে প্রথমেই একটি জানা বিন্দু বা বস্তু ধরে নিতে হবে যার সাপেক্ষে বিন্দু বা বস্তুটির অবস্থান নির্ণয় করা যাবে।
প্রশ্ন-১০। ভেক্টর রাশি কাকে বলে?
উত্তরঃ যে ভৌত রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের দরকার হয় তাকে ভেক্টর রাশি বলে।
প্রশ্ন-১১। তাৎক্ষণিক দ্রুতির সংজ্ঞা দাও।
উত্তরঃ কোনো মুহূর্তকে ঘিরে অল্প সময় ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব ও সময় ব্যবধানের অনুপাতকে ঐ মুহূর্তের তাৎক্ষণিক দ্রুতি বলে।
প্রশ্ন-১২। পর্যায়বৃত্ত গতি কাকে বলে?
উত্তরঃ কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে, তা এর গতিপথের কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে এরূপ গতিকে পর্যায়বৃত্ত গতি বলে।
প্রশ্ন-১৩। ঢাল কাকে বলে?
উত্তরঃ কোনো বস্তু বা লেখ যথাক্রমে ভূমি বা অনুভূমিকের সাথে যে কোণে আনত থাকে ঐ কোণের tan এর মানই হল ঐ বস্তু বা লেখের ঢাল।
প্রশ্ন-১৪। সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না– কেন?
উত্তরঃ নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারই সরণ। সরণ হলো একটি ভেক্টর রাশি। আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বই হলো সরণ। এজন্য সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না।
প্রশ্ন-১৫। সমদ্রুতিতে চলমান বস্তুর গতির দিক পরিবর্তনের ফলে তার বেগও পরিবর্তন হয়– ব্যাখ্যা কর।
উত্তরঃ সমদ্রুতিতে চলমান বস্তুর গতির দিক পরিবর্তনের ফলে তার দ্রুতির পরিবর্তন না ঘটলেও বেগের পরিবর্তন ঘটে। কারণ বেগ হলো ভেক্টর রাশি। বেগ বিবেচনায় এর মান ও দিক উভয়ই বিবেচ্য। শুধু মান বা শুধু দিক বা উভয়ের পরিবর্তনের দ্বারা বেগের পরিবর্তন সম্ভব। আলোচ্য ক্ষেত্রে দিকের পরিবর্তনের দ্বারা (বেগের মান বা দ্রুতি অপরিবর্তিত রেখে) বেগের পরিবর্তন ঘটানো হয়।
প্রশ্ন-১৬। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে বস্তুটি স্থির থাকবে— ব্যাখ্যা কর।
উত্তরঃ কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হওয়া মানে তাতে ত্বরণের মান শূন্য। আর যেহেতু স্থিতিশীল বস্তুকে গতিশীল করার জন্য ত্বরণের প্রয়োজন তাই ত্বরণের মান শূন্য হওয়া মানে বস্তুটি স্থির থাকবে।
প্রশ্ন-১৭। সুতায় বেঁধে একটি পাথর নির্দিষ্ট দ্রুতিতে ঘোরাতে থাকলেও বেগের পরিবর্তন বা ত্বরণ হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তরঃ দ্রুতি একটি স্কেলার রাশি কিন্তু বেগ এবং ত্বরণ দুটি ভেক্টর রাশি। তাই মানের পরিবর্তন না হয়েও যদি দিকের পরিবর্তন হয়, তাহলে বেগের পরিবর্তন হবে। একটি পাথরকে সুতায় বেঁধে নির্দিষ্ট দ্রুতিতে ঘোরাতে থাকলে দ্রুতি একই থাকে কিন্তু সর্বদা তার গতির দিক পরিবর্তন করে বিধায় বেগের পরিবর্তন হয় অর্থাৎ ত্বরণ হয়।
হি
ReplyDelete