বাস্তব বা চিন্তা জগতের সু-সংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর যেমন, A, B, C,......, X, Y, Z এবং সেটের সদস্যকে ইংরেজি হাতের অক্ষর a, b, c,....... x, y, z দ্বারা প্রকাশ করা হয়। তবে সেটকে এবং সেটের সদস্যকে যেকোনো অর্থপূর্ণ চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়। সেটের প্রত্যেক সদস্যকে সেটের উপাদান (element) বলে। যেমন, A = {a, b, c}; A সেটের উপাদান a, b, c এবং a ∈ A, b ∈ A, c ∈ A লেখা হয়।
সেট প্রকাশের পদ্ধতি দুইটি। যথা- (১) তালিকা পদ্ধতি ও (২) সেট গঠন পদ্ধতি।