যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন শব্দ দুটিকে একে অন্যের বিপরীতার্থক শব্দ বলে। বাংলা ভাষায় অনেক শব্দ আছে, যেমন– কম-বেশি, অল্প-অধিক। কিছু শব্দ বিভিন্ন ভাষিক উপদান দিয়ে তৈরি হয়েছে। এগুলোর বিপরীতার্থক শব্দ সেভাবেই গঠিত হয়েছে। যেমন– আস্তিক-নাস্তিক, পাপিনী-নিষ্পাপা, আমদানি-রপ্তানি ইত্যাদি। নিচে আরও উদাহরণ দেওয়া হলো:
- অতীত (মূল শব্দ) – বর্তমান (বিপরীতার্থক শব্দ)
- আকাশ (মূল শব্দ) – পাতাল (বিপরীতার্থক শব্দ)
- আনন্দ (মূল শব্দ) – নিরানন্দ (বিপরীতার্থক শব্দ)
- আলো (মূল শব্দ) – আঁধার (বিপরীতার্থক শব্দ)
- আসল (মূল শব্দ) – নকল (বিপরীতার্থক শব্দ)