সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য

Shimul Hossain
1
যেসব রাসায়নিক যৌগের ঘনমাত্রা পরিবর্তন হয় তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। এরা বাতাসে উপস্থিত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এর সাথে বিক্রিয়া করে। ফলে এদের ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায়।

সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য
১. এদের বিশুদ্ধ অবস্থায় ও নির্দিষ্ট সংযুক্তিতে পাওয়া যায় না;
২. কোনটি পানিগ্রাহী বা পানিত্যাগী;
৩. গ্যাস শোষণ করে;
৪. জীবাণু দ্বারা আক্রান্ত হয়;
৫. রাসায়নিক নিক্তিতে সঠিক ওজন নিয়ে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা সম্ভব নয়;
৬. এদের দ্রবণের মাত্রা পরিবর্তিত হয়।
উদাহরণ- H2SO4, NaOH, KOH, Na2S2O3, KMnO4, HCl

Post a Comment

1Comments
Post a Comment